ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

জাতির উদ্দেশ্যে লাইভে প্রধানমন্ত্রী, পেছন থেকে মেয়ের বাগড়া! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ১১ নভেম্বর ২০২১

মেয়ে নেভের সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যারডার্ন

মেয়ে নেভের সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যারডার্ন

Ekushey Television Ltd.

ফেসবুক লাইভে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। হঠাৎ পেছন থেকে মিষ্টি কণ্ঠে ‘মাম্মি’ বলে ডাক। আর তাতেই কিছুক্ষণের জন্য থামলেন কিউই প্রধানমন্ত্রী। তবে লাইভ বন্ধ না করে মেয়েকে বুঝিয়েসুঝিয়ে অন্য ঘরে ফেরত পাঠালেন ক্ষণিকেই। 

স্থানীয় সময় সোমবার রাতে বাড়ি থেকেই ফেসবুকে লাইভ করছিলেন জেসিন্ডা। কথা বলছিলেন নিউজিল্যান্ডের করোনাবিধি পরিবর্তন সংক্রান্ত নানা বিষয়ে।  

হঠাৎ পেছন থেকে তার বছর তিনেকের মেয়ে নেভ মাম্মি বলে ডাক দেয়। এতে হাসিমুখে জেসিন্ডা কন্যাকে বলেন,  তোমার তো এখন বিছানায় থাকার কথা!

এরপর বললেন, এখন ঘুমানোর সময়, সোনা! বিছানায় ফিরে যাও, আমি সেকেন্ডের মধ্যে আসছি। বুঝিয়েসুঝিয়ে মেয়েকে নানির কাছে পাঠালেন জেসিন্ডা। 

আর  ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বলেন, এটি বেডটাইম ব্যর্থতা ছিল, তাই না! পরে আবার বক্তব্য শুরু করেছিলেন জেসিন্ডা।

যদিও তার লাইভ শেষ হতে দেরি দেখে আবারও উপস্থিত কন্যা নেভ। শেষ পর্যন্ত মেয়ের কাছে ক্ষমা চেয়ে দ্রুত লাইভ শেষ করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

সূত্র: বিবিসি 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি